Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবসরে যোগাসনে লিপ্ত নেহা ধুপিয়া, শেয়ার হতেই ভাইরাল ছবি

কৌশিক পোল্ল্যে: বলিউড এমন এক গোলকধাঁধা যার সাক্ষী ভারতীয় সিনেমা প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে। এখানে সাফল্যের আশায় ছুটে আসে হাজারো আশাকাঙ্খী। তারকা হবার চেষ্টায় নিরলস পরিশ্রম করেও অনেকে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউড এমন এক গোলকধাঁধা যার সাক্ষী ভারতীয় সিনেমা প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে। এখানে সাফল্যের আশায় ছুটে আসে হাজারো আশাকাঙ্খী। তারকা হবার চেষ্টায় নিরলস পরিশ্রম করেও অনেকে সাফল্যের মুখ দেখতে পান না, আবার কেউ কেউ রাতারাতি সুপারস্টারে পরিনত হন। বাংলার ভাইরাল গায়িকা রানু মন্ডল তো তারই প্রকৃষ্ট উদাহরন।

তবে সেসব অন্য প্রসঙ্গ। ইদানিং ট্রোল ও মিমসের ঠেলায় একেবারে খবরের শীর্ষে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ২০০২ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর তিনি বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ করেন অজয় দেবগনের বিপরীতে ‘কায়ামত’ ছবির মাধ্যমে, সিনেমাটি বেশ সাফল্য অর্জন করে। এর পরপরই বেশ কিছু ফ্লপ ছবিতে কাজ করে ধস নামে নেহার কেরিয়ারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর সেরকম কোনো বড় চরিত্রে তাকে দেখা যায়নি। হেলিকপ্টারে ইলা, তুমহারি সুলু এবং এবছরেরই মাস্টারপিস শর্টফিল্ম ‘দেবী’তে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। নেহার বিতর্কিত একটি মন্তব্য তাকে ট্রোলারদের নিশানার কেন্দ্রবিন্দু করে তোলে।

সেসবের রেশ কাটিয়ে আপাতত বাড়িতেই গৃহবন্দি নেহা। সময় কাটাতে নিয়মিত যোগাভ্যাস বজায় রাখছেন, মা হবার পর তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল একথা এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন। বাড়িতে থেকে শরীরকে ফিট রাখার এই তো আদর্শ সময়, তাই মনযোগ সহকারে যোগাসন অনুশীলন করছেন তিনি।

ইনস্টাগ্রামে সেই ছবিই পোস্ট সকলকে ফিট থাকার বার্তা দিলেন। যদিও পোস্টের কমেন্টবক্স এখনও মিউট করা রয়েছে। ট্রোলের সময়ই আপত্তিজনক বিভিন্ন মন্তব্যের জেরে তার ইনস্টাগ্রামের কমেন্টবক্সটি মিউট করেছেন নেহা।

 

View this post on Instagram

 

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

About Author