Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার NRC নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য, তোলপাড় গোটা রাজ্য!

Updated :  Sunday, August 4, 2019 10:18 AM

অসম সরকার থেকে জানানো হয়েছে যে, নাগরিকপঞ্জির খসড়া তালিকায় বাংলাদেশের সীমান্তবর্তী অসমের জেলাগুলির বাসিন্দাদের নামের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। এই মুহূর্তে নাগরিকপঞ্জি সংযোজনের কাজ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে। এই তালিকাটি পেশ করেছেন অসম অ্যাকর্ড ও সংসদীয় মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি। নাগরিকপঞ্জি থেকে বাদ যাওয়া বাসিন্দাদের নাম রয়েছে এই তালিকায়।

আবেদনকারীর মোট সংখ্যা- ৩,২৯,৯১,৩৮৫ যার মধ্যে ৪০,০৭,৭১৭ জন আবেদনকারীর নাম নেই এই তালিকায়। এই তালিকায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা যেমন ধুবড়ি (৮.২৭%), দক্ষিণ সালমারা(৭.২১%)ও করিমগঞ্জে(৭.৬৭%) বাদ যাওয়া বাসিন্দাদের হার।