নিউজ

দারুণ সুখবর আপনার জন্য, তাড়াতাড়ি পড়ুন!

Advertisement

চাকরির জন্য চেষ্টা করছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর, প্রচুর কর্মী নিয়োগ করছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

১) এসএমই ক্রেডিট অ্যানালিস্ট- ১০টি।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম স্নাতক। বি.টেক, এমবিএ, চার্টাড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রাধিকার পাবেন। বয়স সীমা-৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ২৩ থেকে ৩৫ বছর। বেতন- ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা।

২) ক্রেডিট অ্যানালিস্ট- ৩০টি।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম স্নাতক । বি.টেক, এমবিএ, চার্টাড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রাধিকার পাবেন। বয়স সীমা-৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ২৫ থেকে ৩৫ বছর। বেতন- ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা।

৩) এসএমই ক্রেডিট এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (স্ট্রাকচারিং)- ৪টি।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম স্নাতক । বি.টেক, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আবেদনকারী অগ্রাধিকার পাবেন। ৩০ জানুয়ারি, বয়স সীমা- ২০১৯ তারিখের ভিত্তিতে ২৩ থেকে ৩৫ বছর। বেতন- ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা।

৪) ডেপুটি জেনারেল ম্যানেজার(ক্যাপিটাল প্ল্যানিং)- ১টি।

শিক্ষাগত যোগ্যতা- স্নাতক। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে অগ্রাধিকার পাবেন। বয়স সীমা- ৩০ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ৪৫ বছর৷ বেতন- ৬৮ হাজার ৬৮০টাকা থেকে ৭৬ হাজার ৫২০ টাকা। আবেদনের শেষ তারিখ- ১২ আগস্ট ২০১৯

অনলাইনে আবেদন করতে পাড়েন www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে।

Related Articles

Back to top button