Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কর্মহীন ভক্তবৃন্দের আহার যোগাতে আগমেশ্বরী মাতা পূজা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

মলয় দে নদীয়া: 'মানুষের মঙ্গলার্থে ভগবান!" ভক্তবৃন্দের চরম সংকট মুহূর্তেও পাশে পেলেন জাগ্রত কালীমাতা "মা আগমেশ্বরী"। এর আগেও আগমেশ্বরী মাতা পূজা পরিষদ কালীপুজোর দিন লাখো সমাগম ভক্তবৃন্দের কাছ থেকে কোনরকম…

Avatar

মলয় দে নদীয়া: ‘মানুষের মঙ্গলার্থে ভগবান!” ভক্তবৃন্দের চরম সংকট মুহূর্তেও পাশে পেলেন জাগ্রত কালীমাতা “মা আগমেশ্বরী”। এর আগেও আগমেশ্বরী মাতা পূজা পরিষদ কালীপুজোর দিন লাখো সমাগম ভক্তবৃন্দের কাছ থেকে কোনরকম প্লাস্টিক ব্যবহার করতে দেয়নি সমাজের কথা মাথায় রেখে। ধর্ম মানে উৎসব, সেই উৎসবে সকালের মলিনতা, দারিদ্রতা ঘুচিয়ে নতুন বস্ত্র উপহার দিয়েছিল বহু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ভক্তদের।

এই পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হল না। ভীড় এড়ানোর জন্য , এবং সঠিক প্রান্তিক মানুষ নির্বাচনের জন্য মূলত শান্তিপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ওয়ার্ড কাউন্সিলরএবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় 500 জনের খাদ্য সামগ্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author