আজ ৫ ই অগাস্ট সোমবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নি।
মেষরাশি: আয় বৃদ্ধির যোগ রয়েছে।
বৃষরাশি: কর্মে উন্নতি হবে।
মিথুনরাশি: বন্ধুর সমাগম হবে।
কর্কটরাশি: ব্যবসায় মন্দাভাব দেখা দেবে।
সিংহরাশি: ঋণ আদায় করবেন।
কন্যারাশি: বিপদের আশঙ্কা রয়েছে।
তুলারাশি: দূরে ভ্রমণে ক্ষতির সম্ভাবনা।
বৃশ্চিকরাশি: হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনুরাশি: গৃহে সমস্যা হতে পারে।
মকররাশি: লটারি প্রাপ্তির যোগ রয়েছে।
কুম্ভরাশি: দ্রব্য ক্ষতি।
মীনরাশি: অর্থের অভাব দেখা দেবে।