Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে বাড়িতে শার্লিনের হট যোগাসন ভাইরাল নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সরকারি তরফে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়তির দিকে, সে কথা মাথায় রেখেই দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তুলতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সরকারি তরফে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়তির দিকে, সে কথা মাথায় রেখেই দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তুলতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়াই এর একমাত্র উপায়।

কিন্তু বাড়িতে বসে থেকে থেকে নাজেহাল অবস্থা সেলিব্রিটি থেকে আমজনতা সকলেরই। কিন্ত উপায় কি! মাঝে এতগুলি দিন বাড়ির বাইরে পা রাখতে না পারার পর যদি আবার লকডাউন বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভোগান্তির শেষ থাকবে না। বাড়িতে বসে সারাদিন টিভি দেখছেন নয়তো সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিড দেখে বোর হচ্ছেন? তাহলে চট করে একবার ঘুরে আসুন অভিনেত্রী শার্লিন চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কেন? কারনটা জেনে নিন তবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সারাদেশে লকডাউন চললেও বাড়িতে বসে একেবারেই বোর হচ্ছেন না অভিনেত্রী শার্লিন চোপড়া, বরং সময়টা বেশ ভালোই কাটছে যোগাসনের হাত ধরে। জিম আউটফিটে দিব্যি যোগব্যায়াম সেরে শরীর ফিট রাখার মন্ত্র নিয়েছেন হট অভিনেত্রী। যোগব্যায়ামরত শার্লিন নিজের সমস্ত পোজ ক্যামেরাবন্দি করে সেগুলিই লাগাতার পোস্ট করছেন ইনস্টাগ্রামে, যা দেখে তার ভক্তরা একেবারে প্রশংসায় পঞ্চমুখ। তার শরীরী ঢঙে দিওয়ানা হয়েছেন হাজারো অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

আসন্ন ‘কামসূত্র থ্রিডি’ নামক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শো এ তাকে প্রায়শই দেখা যায়। নিজের নামে একটি অ্যাপও লঞ্চ করেছেন তিনি, যেখানে অভিনেত্রী সংক্রান্ত সমস্ত আপডেট বর্তমান। তার হট যোগাসনের ছবিগুলিতে চোখ বুলিয়ে নিন একঝলকে।

 

View this post on Instagram

 

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

About Author