মুসলিম হলে তবেই মিলছে খাবার, পাকিস্তানের অমানবিক আচরনে হুঁশিয়ারি আমেরিকার
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের কারনে বিশ্বের অর্থনীতির অবস্থা বেহাল। প্রায় সমস্ত দেশেই জারি হয়েছে লকডাউন, দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। প্রায় সমস্ত দেশেই সাধারণ মানুষকে সরকারের তরফে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু পাকিস্তানে মানা হচ্ছেনা এই নিয়ম। পাকিস্তানে হিন্দু ও খ্রিষ্টান ধর্মাম্বলম্বীদের খাবার দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ পেয়েই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি আমেরিকার। সকল ধর্ম নির্বিশেষে সকলকেই খাবার দিতে হবে বলে পাকিস্তানকে জানিয়েছে আমেরিকা।
পাকিস্তানের বিপক্ষে অভিযোগ ওঠে দেশের কিছু জায়গায় হিন্দু, খ্রিষ্টানদের খাবার দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, করাচিতে সায়লানি ওয়েলফেয়ার নামে একটি সংস্থা সেখানকার হিন্দু ও খ্রিষ্টানদের খাবার দিতে অস্বীকার করে। তারা জানিয়েছে, খাবার কেবলমাত্র মুসলিমদেরই দেওয়া হবে। তারপরই আমেরিকার ওই সংস্থার তরফে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়।
আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংস্থার তরফে পাকিস্তানকে বলা হয়েছে, “করোনা ভাইরাসের সাথে লড়ছে পৃথিবীর সমস্ত দেশ। পাকিস্তানে অনেক পরিবারই এই অবস্থায় অনাহারের সাথে লড়ছে। কিন্তু পাকিস্তানে হিন্দু ও খ্রিষ্টানদের খাবার দিতেও সরকারি সাহায্য দিতে অস্বীকার করা হয়েছে। এসব একেবারেই বরদাস্ত করা হবেনা। ধর্মের উপর ভিত্তি করে এভাবে কাউকে খাবার থেকে বঞ্চিত করা যায়না।”