Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে বাঙালি কন্যের অসাধারন নাচে তুমুল ঝড় নেটদুনিয়ায়, মুহূর্তেই ভিডিও হল ভাইরাল

কৌশিক পোল্ল্যে: এমনিতেই বাইরে লকডাউন চলছে, তার উপর গৃহবন্দি একঘেয়ে জীবন কাটাতে কাটাতে সকলেরই প্রায় নাজেহাল অবস্থা। কবে উঠবে লকডাউন? তার কোনো নিশ্চয়তা নেই বরং এই হোম কোয়ারেন্টাইন পর্ব বাড়ার…

Avatar

কৌশিক পোল্ল্যে: এমনিতেই বাইরে লকডাউন চলছে, তার উপর গৃহবন্দি একঘেয়ে জীবন কাটাতে কাটাতে সকলেরই প্রায় নাজেহাল অবস্থা। কবে উঠবে লকডাউন? তার কোনো নিশ্চয়তা নেই বরং এই হোম কোয়ারেন্টাইন পর্ব বাড়ার সম্ভাবনাই বেশি। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়তির দিকেই মৃত্যুসংখ্যা। বাংলার চারটি জেলা ইতিমধ্যেই হটস্পট ঘোষিত হয়েছে, এমত অবস্থায় ভবিষ্যতের চিত্র ঠাহর করা প্রায় অসম্ভব।

সকলেরই দিন কাটছে টিভিতে পুরোনো শো গুলির রিপিট টেলিকাস্ট দেখে আর নয়তো সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে ঢু মেরে। লকডাউনে নেট ব্যবহারের পরিমানও যেকারনে অত্যাধিক বেড়ে গিয়েছে। কোনো কিছুই ভালো লাগছে না? তাহলে একবার ঘুরে আসুন বাংলার সেলেবকন্যা পল্লবী মুখার্জীর প্রোফাইল থেকে। কেন? আসুন জেনে নিই কারন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো গুলির পরিচিত মুখ পল্লবী। লকডাউনে সময় কাটাতে নিজের নাচের তালে মুগ্ধ করলেন নেটিজেনদের। নাচতে বরাবরই ভালোবাসেন তিনি। হিন্দি সিনেমা ‘কলঙ্ক’ থেকে জনপ্রিয় গান ‘ঘর মোরে পরদেশিয়া’ গানে নেচে সকলকে রীতিমতো চমকে দিলেন তিনি, যে গানে নেচে সিনেজগতে হইচই তুলে দেন আলিয়া ভাট, সঙ্গী ছিলেন নৃত্যপটিয়সী মাধুরী দীক্ষিত। পল্লবীর অপূর্ব নৃত্যভঙ্গিমার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

আপনি যদি নাচ ভালোবাসেন তাহলে নিঃসন্দেহে এই ভিডিও আপনার ভালো লাগবেই। সময় কাটাতে বঙ্গকন্যার অনবদ্য নাচের ভিডিওই না হয় দেখুন। উল্লেখ্য মনামী ঘোষের নাচ রীতিমতো ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে, টেলি অভিনেত্রীদের মধ্যে চলছে শান্ত টক্কর, সকলেই একযোগে বুঝিয়ে দিচ্ছেন, অসাধারণ নাচের আঁতুরঘর এই বাংলা। বাঙালি কন্যের অসাধারন নাচের ভিডিওটি দেখে নিতে নীচের পোস্টে ক্লিক করুন।

About Author