ভারতের দ্বিতীয় দফার লকডাউন শেষ হচ্ছে আগামী ৩ মে। কিন্তু ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। ২৬ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে বেশ কিছু রাজ্য রয়েছে যারা এখনই লকডাউন তোলার পক্ষে নয়। তারা দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আরও কিছুদিন লকডাউন বাড়াতে চায় বলে সরকারকে জানিয়েছে।
কোন কোন রাজ্যগুলি লকডাউনের সময়সীমা বাড়াতে চায়, জেনে নিন-
১) দেশে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। আগামী ১৮ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে চায় রাজ্য। মহারাষ্ট্রের হটস্পট ও সংক্রামক এলাকার ক্ষেত্রে লকডাউন বাড়বে বলে জানা গেছে।
২) ওড়িশার পক্ষ থেকে ধাপে ধাপে লকডাউন তোলার কথা ঘোষণা করা হয়েছে। যে সমস্ত এলাকাতে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে লকডাউন আরও কড়া করতে পারে ওড়িশা। আগামী ১ মে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
৩) তেলেঙ্গানা ইতিমধ্যেই লকডাউন বাড়িয়ে আগামী ৭ মে পর্যন্ত করেছে। তবে কেন্দ্রের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
৪) দিল্লিতে আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে।
৫) এদিকে পশ্চিমবঙ্গ সরকার ও পুরোপুরি লকডাউন ওঠাতে চায় না বলে সূত্রের খবর। বাংলার হটস্পট এলাকাগুলিতে লকডাউন আরও বাড়তে পারে।
৬) গুজরাত, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক ও হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এই রাজ্যগুলিও লকডাউনের সময়সীমা বাড়াতে পারে। তবে সোমবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তা ঠিক করা হতে পারে।