স্টাফ রিপোর্টার: করোনা আতঙ্কে লকডাউন ঘোষিত হয়েছে গোটা দেশজুড়ে। বন্ধ সমস্ত দোকানপাট, স্কুল-কলেজ, কলকারখানা। গৃহবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এই অবস্থায় প্রকৃতি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে। আপন মনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হরিণ,ময়ূর, নীলগাই ও অন্যান্য পশুর দল। দূষণমুক্ত বাতাসে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে তারা।
পরিষ্কার আকাশে কয়েকদিন আগেই ভেসে উঠেছিলো গোটা হিমালয়ান রেঞ্জ। হিমাচল প্রদেশের জলন্ধর থেকে দেখা গিয়েছিলো তার সুস্পষ্ট দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। এই ঘটনার পর এবার পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঙ্গনজঙ্ঘার দেখা পাওয়া গেলো শিলিগুড়ি শহর থেকে।
যদিও মারণ ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব, তবে এরই মাঝে ধীরে ধীরে পুরোনো রূপ ফিরে পাচ্ছে প্রকৃতি। মানুষের দ্বারা যে ক্ষতি গুলো ক্রমশ হয়েই চলেছিলো হঠাৎ করে তা বন্ধ হয়ে গেছে।
কমেছে দূষণ, বিশুদ্ধ হয়েছে বাতাস, স্বচ্ছ হয়েছে নদীর জল। সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হলেও প্রকৃতির ওপর ভালো প্রভাব ফেলেছে এই লকডাউন। পৃথিবী যেন নিজের আসল রূপ ফিরে পাচ্ছে ধীরে ধীরে।
Kangchenjunga, the 3rd highest mountain in the world can be seen clearly from Siliguri now.
Shot by Dad from our home. pic.twitter.com/1YGCZ1Xc4M— Ashish Mundhra (@mundhrashish) April 29, 2020