ঔরাঙ্গাবাদ : রেললাইনের ট্র্যাকের উপর শুয়ে ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের উপর দিয়ে চলে গেল ট্রেন। প্রাইভেট সংস্থায় কর্মরত শ্রমিকরা MIDC ঔরাঙ্গাবাদ উদ্দেশ্যে যাত্রা করছিলেন, সারাদিন যাত্রা করার পর রাতে তারা ঘুমাচ্ছিলেন রেল লাইনের ওপর।কিন্তু ভোরবেলা এক মালগাড়ি ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় হারিয়ে গেল বহু প্রাণ।
দুর্ঘটনাটি শুক্রবার সকাল ৫:১৫ নাগাদ, জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর ঘটে। ১৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
An accident happened near Karmad, Aurangabad when an empty rake of goods wagon ran over some people. RPF and local police are reaching spot to asses the situation. More details awaited: Chief Public Relations Officer (CPRO) of South Central Railway (SCR) #Maharashtra pic.twitter.com/uAqWn1HsQI
— ANI (@ANI) May 8, 2020
A freight train ran over 15 migrant labourers between Jalna and Aurangabad of Nanded Divison of South Central Railway (SCR): Railway official #Maharashtra https://t.co/0sxdrbhCJs pic.twitter.com/aCF3mXVEI6
— ANI (@ANI) May 8, 2020