Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অচেনা পুরুষেরা যৌনাঙ্গের ছবি পাঠিয়ে বিরক্ত করছে, অভিযোগ জানালেন এই অভিনেত্রী

Updated :  Wednesday, May 13, 2020 7:53 PM

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়া এক সার্বজনীন খোলা দর্পণ হয়ে উঠেছে। ব্যক্তিগত তথ্য গোপন রেখে খুব সহজেই নেতিবাচক কার্যকলাপ কোনো আশ্চর্যের বিষয় নয়। ফোনে খুনের হুমকি থেকে শুরু করে কুপ্রস্তাব দেওয়া, টাকা দাবি করা ইত্যাদি আরও নানারকম হেনস্তার শিকার হতে হয় কত মানুষকে, বাদ পড়েননা তারকারাও। আবারও এই সমস্যায় ভুক্তভোগী দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রী অনুমল। সোশ্যাল মিডিয়াতেই খোলা চিঠি রেখে অভিনেত্রী তার সমস্যার কথা জানালেন।

তিনি অভিযোগ করেন কে বা কারা তার নম্বর জোগাড় করে তাকে ক্রমাগত যৌনাঙ্গের ছবি পাঠিয়ে চলেছেন যা রীতিমতো বিরক্তকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে অভিনেত্রীকে। এই বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় সাহসী স্বীকারোক্তি করে অনুমল জানান, “যারা আমাকে নিজেদের গোপনাঙ্গের ছবি পাঠিয়ে চলেছ বন্ধ করো! আমি ব্লক করতে করতে বিরক্ত। তার উপর একটি ছেলে ক্রমাগত আমাকে তার গোপনাঙ্গের ভিডিও তুলে পাঠিয়ে চলেছে। মনে হচ্ছে যেন এটাই বিধাতার সেরা সৃষ্টি। পারভার্টদের বলে রাখি, মেয়েদের এমন ছবি পাঠালে তারা বিরক্ত হওয়া ছাড়া আর কিছুই হন না।”

সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীদের সঙ্গে এমন ঘটনা আখচার ঘটে চলেছে। সে পশ্চিমের কিম কার্দাশিয়ান হোক বা এদেশের সানি লিওনি। শুধু তাই নয়, সমীক্ষায় জানা গিয়েছে, সোশ্যাল মাধ্যমে এরকম বিব্রতকর পরিস্থিতির শিকার হন অগনিত মহিলা ইউজাররা। যৌনাঙ্গের ছবি বা ভিডিও তুলে পাঠিয়ে মেয়েদের বিরক্তিকর পরিস্থিতিতে ফেলাই এদের মূল উদ্দেশ্য। অপরদিকে পুরুষদের সঙ্গেও এই একই ঘটনা ঘটে থাকে তবে পরিমানটা তুলনামূলক অনেকটাই কম।

কান্নুকুল্লে, রামার, সুরেন প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী অনুমল। তার এই সাহসী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। বহু তারকার সঙ্গে এরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও বিতর্কের ভয়ে তারা কিছুই প্রকাশ্যে আনতে চান না সেক্ষেত্রে এই অভিনেত্রীর স্বীকারোক্তি সত্যিই পারভার্টদের কুকীর্তির পর্দাফাঁস করে।