মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে আগামী ৮ জুন থেকে কি কি পরিষেবা চালু হবে সেই নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন। সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ খোলার সময় নিয়ে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছেন। তবে তার সাথে কিছু বিশেষ বিধিনিষেধের ঘোষণা ও করেছেন।
সাংবাদিক বৈঠকে তিনি কি কি বলেছেন, দেখে নিন-
১) ৮ জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা পুরোপুরি খুলে যাবে।
২) ৮ জুন থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
৩) এছাড়া আগামী ১ জুন থেকে চা, জুটমিলে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
৪) আর আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে।
৫) এছাড়া ভিন রাজ্য থেকে কেউ এলে গ্রামে স্কুলেই কোয়ারেন্টিন থাকতে হবে।
৬) সরকারি ও বেসরকারি বাসে যতগুলি সিট আছে, ঠিক ততজন বাসে যেতে পারবেন।
৭) তবে প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়তে হবে।
৮) বাস অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৯) আগামী ১ লা জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে যাবে।
১০) একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ বা কোনও ধর্মীয় জমায়েত করা যাবে না।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside