Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

সম্পূর্ন করোনা মুক্ত নিউজিল্যান্ড, তুলে দেওয়া হচ্ছে সমস্ত বিধিনিষেধ

Advertisement

বিশ্বের বড় বড় দেশ গুলি যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখালো নিউজিল্যান্ড। সম্পূর্ণ করোনা মুক্ত হলো নিউজিল্যান্ড। সোমবার করোনা মুক্ত বলে ঘোষিত হলো নিউজিল্যান্ড। শেষ করোনা আক্রান্তকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয় রবিবার। তারপরই নিউজিল্যান্ড সরকার ঘোষণা করে তাদের দেশ এখন করোনা মুক্ত। ২৮শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। শেষ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় গত ১৫ই মে। তারপরে নিউজিল্যান্ডে আর কোনো করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। ৩ মাস ১০ দিনের মাথায় করোনা মুক্ত বলে ঘোষিত হলো নিউজিল্যান্ড।

স্থানীয় সময় সোমবার দুপুরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দের্ন ঘোষণা করেন, “দেশে আর একজনও সক্রিয় করোনা রোগী নেই। যিনি শেষ আক্রান্ত হয়েছিলেন তিনি রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।” এই ঘোষণার পরই নিউজিল্যান্ড থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলো। দেশ জুড়ে পুরোপুরি ভাবে খুলে দেওয়া হচ্ছে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ। শুধুমাত্র সীমান্তে নজরদারি চালানো হবে বলে জানা যাচ্ছে।

৪৯ লক্ষ জনসংখ্যার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০৪ জন। মৃত্যুর সংখ্যা মাত্র ২২। এত কম সময়ে নিউজিল্যান্ডের এই সাফল্য কিভাবে এলো? এবিষয়ে বলেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক। তিনি বলেছেন, “করোনা আক্রান্তের খোঁজ পেতেই সাত সপ্তাহের লকডাউন জারি করে দেওয়া হয়। কঠোর লকডাউন এবং বেশি বেশি করোনা পরীক্ষা করেই মিলেছে এই সাফল্য। লকডাউনের সময় কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি বাড়িতে। এই ভাবেই করোনার বিরুদ্ধে সাফল্য এসেছে।”

Related Articles

Back to top button