Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো পোশাকে রূপের রানী, বোল্ড লুকে নেট কাঁপাচ্ছেন ঠাকুরপোদের ঝুমা বৌদি

কৌশিক পোল্ল্যে: তার সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। তিনি যে কোনো আউটফিটে নিজেকে দিব্যি সাজিয়ে তোলেন। লকডাউনের এই দীর্ঘ সময়ে সকলের মনোরঞ্জনের রসদ জুগিয়ে চলেছেন অভিনেত্রী মোনালিসা। ইনস্টাগ্রামে…

Avatar

কৌশিক পোল্ল্যে: তার সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। তিনি যে কোনো আউটফিটে নিজেকে দিব্যি সাজিয়ে তোলেন। লকডাউনের এই দীর্ঘ সময়ে সকলের মনোরঞ্জনের রসদ জুগিয়ে চলেছেন অভিনেত্রী মোনালিসা। ইনস্টাগ্রামে তার পোস্ট করা বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়শই হয়ে ওঠে বি-টাউনে চর্চার হট টপিক। স্টাইল কনসেপ্টে তার জুড়ি মেলা ভার এ কথা স্বীকার করে নিয়েছেন খোদ ঠাকুরপোরাই। স্বামী বিক্রান্তের সঙ্গে কিংবা একাই কখনও কখনও ভিডিও করে তিনি মাতিয়ে রাখেন গোটা সোশ্যাল মিডিয়া।

এবার সেই ঝুমা বৌদির অন্য এক হট অবতার চোখে পড়ল। কালো পোশাকে যেন তিনি সাক্ষাৎ রূপের রানী। তার বোল্ড লুক মুহূর্তেই মন কেড়েছে নেটিজেনদের। বোধহয় এই কারণেই খুব সহজে বাংলার সাধারন মেয়ে অন্তরা বিশ্বাস থেকে অভিনেত্রী মোনালিসা হয়ে উঠতে পেরেছেন তিনি। তবে জন্মভূমি বাংলার কাছে বরাবরই তিনি খুব স্পেশাল, সে কারণেই তো তার ঠাকুরপোরা তাকে আদরের ঝুমা বৌদির হিসেবে ডাকতেই বেশি পছন্দ করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোজপুরি আইটেম ড্যান্সের মাধ্যমে উক্ত ইন্ডাস্ট্রিতে তিনি হয়ে উঠেছেন একটি পরিচিত মুখ। বিশেষত অভিনেতা পবন কুমারের সঙ্গে তার জুটি ভীষণ জনপ্রিয়। বাংলা সিরিজে জনপ্রিয়তার পর আবারো দর্শকরা নতুন রূপে ফিরে পেতে চান তাদের মোহময়ী ঝুমা বৌদিকে। একমাত্র ‘দুপুর ঠাকুরপো ২’ সিরিজ ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে অভিনয় করতে দেখা যায়নি মোনালিসাকে।

যদিও বলিউডে ইতিমধ্যেই বেশ পোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। হাই বাজেট মেগা সিরিয়াল ‘নজর’এ খলনায়িকা মঞ্জুলিকার চরিত্রে তিনি অভিনয় করছেন। ধারাবাহিকের প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় সিজনেও নির্মাতারা মোনালিসাকেই সাইন করেছেন এই চরিত্রের জন্য। লকডাউন শেষেই এই ধারাবাহিকের কাজ আবারো শুরুর পথে। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শোতে তাকে প্রায়শই অতিথি হিসেবে আসতে দেখা যায়। ঝুমা বৌদির সেই হট এন্ড বোল্ড ছবিগুলি দেখে নিতে অবশ্যই নিচের পোস্টটি লক্ষ্য করুন।

 

View this post on Instagram

 

?‍♀️?…

A post shared by MONALISA (@aslimonalisa) on

About Author