Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু, রিয়া সহ ৭ জন’কে ডেকে পাঠাল সিবিআই

Updated :  Friday, August 7, 2020 7:52 AM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় দু’মাস পর অবশেষে তদন্তভার তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে রিয়া চক্রবর্তী সহ মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যেই তালিকায় রয়েছেন, রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই শৌমিক, ম্যানেজার শ্রুতি মোদী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ড সহ আরও একজন।

কোমর বেঁধে নেমেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, শুধু এফআইআরই নয় সুশান্ত আত্মহত্যা কান্ডের আসল সত্য উদঘাটনে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই টিমে রয়েছেন গুজরাট ক্যাডারের অফিসার মনোজ শশীধর। এছাড়া আইপিএস অফিসার গগনদীপ গম্ভীরের নেতৃত্বে গঠিত হয়েছে এই তদন্তকারী দলটি। ইতিমধ্যেই বিহার পুলিশের কাছ থেকে সমস্ত তথ্য চেয়েছে সিবিআই।

অন্যদিকে সুশান্তের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত করতে মুম্বাই পৌঁছেছিল বিহার পুলিশের একটি দল। সেখানে দেখা মেলেনি অভিযুক্ত রিয়া চক্রবর্তীর। অবশেষে, মুম্বাই থেকে বিহার ফিরে এসেছেন তারা। তবে তদন্তের স্বার্থে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন বিহার পুলিশের আধিকারিকরা। উল্লেখযোগ্য, বিহার পুলিশের এক অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে মুম্বাই পুলিশ কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল। তাকে এখনও ছাড়া হয়নি বলে জানিয়েছেন বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে।