শুধু জাঁকজমক ভাবে পুজো করলেই মহাদেব সন্তুষ্ট হননা। বরং দান ধ্যান করলে স্বয়ং মহাদেব আপনার ওপর খুশি হবেন। শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে মনে করা হয়। এছাড়া আজ সোমবার, আবার মহাদেবের পুজোর দিন। দেবাদি দেব মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে। মহাদেবের আশীর্বাদে কয়েক দিনে কোটি টাকার মালিক হতে পারেন। শ্রাবণ মাসে যে যে জিনিসগুলি দান করলে মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে সেগুলি জেনে নিন। যেমন কোনো অসহায় দরিদ্র মানুষকে খাদ্য, পানীয়, বস্ত্র দিয়ে সাহায্য করা। জল, তিল, কুষ ও ধান সব সময় দান করা ভালো। এছাড়া গরু, ঘোড়াও দান করা ভালো। কিন্তু আপনি যদি নিজের পরিবারের কাউকে দান করেন অর্থাৎ দান করা জিনিস আপনার বাড়িতেই থাকবে তাহলে মহাদেব সন্তুষ্ট তো হবেন না বরং রুষ্ট হবেন।
Related Articles
Navratri Vastu Tips: নবরাত্রির এই নয় দিন মেনে চলুন এই বাস্তু টোটকা, আপনার বড়লোক হওয়া আটকাতে পারবে না কেউ
October 5, 2024
Skin Care Tips: মাজিকের মতো ভ্যানিশ হবে কালো দাগ, ঘরের এই উপকরণগুলো দিয়ে প্রতিদিন করুন ত্বকে ম্যাসাজ
July 13, 2024