Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাগাতার বৃষ্টিতে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু তিন বোনের , শোকের ছায়া চিত্রকূটে

Updated :  Sunday, August 30, 2020 3:24 PM

চিত্রকূট : প্রবল বৃষ্টিতে গ্রামের কাঁচা মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো একই পরিবারের তিন বোনের। ঘটনাটি ঘটেছে চিত্রকূটের করবী এলাকার রৈপুর থানা এলাকায়। গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে নাজেহাল চিত্রকূটের আমজনতা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা, লাগাতার বৃষ্টির জেরে মারা গেছেন বহু মানুষ।

একনাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা, ভেঙ্গে পড়েছে বেশ কিছু বড় বড় গাছও। বৃষ্টির জেরে নরম হয়ে পড়ছে একাধিক মাটির বাড়ির দেওয়াল, তাতে কার্যত আতঙ্কিত হয়ে পড়ছে গ্রামের প্রত্যেকটা মানুষ। একই পরিবারের তিন বোন পূজা, রীতু, এবং শিব এদিন বৃষ্টিতে বাড়ির ভেতরেই ছিলো। কিন্তু আচমকাই তাদের ওপর বাড়ির একাংশের দেওয়াল ভেঙে পড়ে। তখনই তাদের চিৎকার শুনে দৌড়ে আসে এলাকার লোকজন।

কিন্তু শেষরক্ষা হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে ওই এলাকার পুলিশ। ওই তিন বোনের দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ এদিন একই পরিবারের ওই তিন বোনের মৃত্যুর ঘটনায় এখনো স্তম্ভিত চিত্রকূটের করবী এলাকা।