টলিউডবিনোদন

সিনেমা হল খোলার আর্জি এক ঝাঁক টলিউড তারকাদের

Advertisement

অনেকদিন হল সিনেমা হলের দরজা বন্ধ। কি বলিউড বা কি টলিউড বাণিজ্য ডুবে তলানিতে ঠেকেছে। আমি আপনি যদি অলাইনে বা লম্বা লাইনে না দাড়িয়ে অথবা সাবস্ক্রিশন চার্জ না দিয়ে একটা মুভি দেখি তবে এই বাণিজ্য যে অকালে দেহ ত্যাগ করবে। না এই করোনাতে আমরা আর চাইনা কোন কিছুর পতন হোক। শুধু আমরা নই, চাইছেন না সাংসদ-অভিনেতা দেব নিজেও।

তবে দেব ঠিক কি চাইছেন? আনলক ৪-এ খুলে দেওয়া হোক সিনেমাহল প্রেক্ষাগৃহের সমস্ত দরজা। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে বহু সিনেমা, ফলে বাণিজ্যে ব্যপক ক্ষতি হচ্ছে। কারণ, সব থেকে বেশি বিনোদন জগতের ট্যাক্স আসে সিনেমা হলগুলি থেকেই। তাই দেশের আর্থিক পরিস্থিতির কথা ভেবে তা অবিলম্বে খোলা হোক। এমনটাই আর্জি জানিয়েছেন দেব। এবারে দেবের সঙ্গে সুর মিলিয়েছেন নুসরাত, মিমি, পরমব্রত, প্রমুখ।

উল্লেখ্য আগামী ৭ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে আনলক ৪ এর প্রক্রিয়া, তাই এই আনলকে খুলে দেওয়ার অনুমুতি দেওয়া হোক সিনেমা হলগুলিকে। করোনার থাবার জন্য ইতিমধ্যে ধসে গেছে টলিউডের বাণিজ্য। এবারে সেই বাণিজ্যকে চাঙ্গা করতে চাইলে খুলতে হবে সিনেমা হল। প্রসঙ্গত, খুব শীঘ্র মুক্তি পেতে চলেছে মিমি,নুসরাত অভিনীত SOS কলকাতা। যেখানে নুসরাতকে একজন দুঁদে অফিসারের ভুমিকায় দেখা যাবে, অন্যদিকে মিমি করবেন একটা ক্যামিও চরিত্রে। এবার চলুন দেখে নিই এক এক করে দেব,নুসরাত, অঙ্কুশ ও মিমি কি কি ট্যুইট করেছেন।

Related Articles

Back to top button