উজানের সঙ্গে কাট্টি, কর্ণ সেনের সঙ্গে প্রেম করছেন হিয়া

'এখানে আকাশ নীল' ধারাবাহিক শেষের পথে। পুজোর আগেই এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শুনে দর্শক একেবারেই খুশি নয়। দর্শকরা হিয়া উজানের প্রেম নিয়েই ব্যস্ত। কিন্তু এদিকে উজানের হিয়া থুড়ি…

Avatar

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক শেষের পথে। পুজোর আগেই এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শুনে দর্শক একেবারেই খুশি নয়। দর্শকরা হিয়া উজানের প্রেম নিয়েই ব্যস্ত। কিন্তু এদিকে উজানের হিয়া থুড়ি অনামিকা চক্রবর্তী নাকি জমিয়ে প্রেম করছেন ‘কী করে বলব তোমায়’-এর নায়ক ‘কর্ণ সেন’ ক্রুশল আহুজার সঙ্গে।

উজানের সঙ্গে কাট্টি, কর্ণ সেনের সঙ্গে প্রেম করছেন হিয়া

ক্রুশল আহুজার ফেসবুক ঘাঁটলেই অনামিকার ছবি আপনারা হাতেনাতেই পেয়ে যাবেন।

উজানের সঙ্গে কাট্টি, কর্ণ সেনের সঙ্গে প্রেম করছেন হিয়া

প্রেম সম্পর্কে এক সাক্ষাৎকারে অনামিকা জানান, “ক্রুশলকে আমি অনেক দিন ধরেই চিনি। আমরা ভাল বন্ধু। পুরোটাই গুজব। এর আগেও ক্রুশলের সঙ্গে বিভিন্ন পার্টিতে ছিলাম। এটা নতুন নয়”

 

View this post on Instagram

 

A post shared by Krushal Ahuja (Krush) (@krushalahuja9) on

এদিকে দর্শকরা অধীর আগ্রহে বসে আছে কবে কর্ণ সেন আর রাধিকার প্রেম হবে। কিন্তু এদিকে যে ভিন্ন চ্যানেলের ভিন্ন অভিনেত্রী কর্ণ সেনকে চুপি চুপি নিয়ে নিচ্ছেন। তবে কি অনামিকা-ক্রুশল একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন?

About Author