দেশনিউজ

প্রাণ নাশের হুমকি যোগী আদিত্যনাথকে, হোয়াটসঅ্যাপ করে হুমকি অজানা ব্যাক্তির

Advertisement

লখনউ: নেতা মন্ত্রীদের হুমকি দেওয়া এখন কেমন যেন একটা জলভাত ব্যপার হয়ে গেছে। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মেসেজ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে৷ মেসেজ এসেছিলো 9696755113 এই নম্বর থেকে৷ হুমকি দেওয়ার কারণ মুখতার আনসারিকে জেল থেকে না ছাড়ার নির্দেশ৷

সূত্রের খবর অনুযায়ী এর আগেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা বিস্ফোরণে হত্যা করা হুমকি দেওয়া হয়েছিল, আর এরপরে এদিন আবারও হুমকি দেওয়া হয়৷ এই ঘটনার পরেই লখনউতে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে৷ ইতিমধ্যেই এই ঘটনায় হজরতগঞ্জ পুলিশ এফআইআর দায়ের করেছে। পুলিশ ও সাইবার সেলের টিম ঘটনার তদন্তও শুরু করেছে৷ প্রসঙ্গত, কিছু দিন আগেই প্রাণ নাশের হুমকি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কে।

কিছু দিন আগেই তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷

ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷ উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷ মাঝ রাতে আচমকা এই প্রাণ নাশের ফোন আসার পর স্বাভাবিক ভাবেই  মুখ্যমন্ত্রীর বাসভবনে বাড়ানো  নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। পরে সেই যুবককে গ্রেফতারও করা হয়ে কলকাতা থেকে।

 

 

Related Articles

Back to top button