আজই যোগ দেবার কথা ছিল বিজেপিতে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। যার কারনে আজই তারা রওনা দিয়ছেন দিল্লির পথে।কথা ছিল বিকেলেই বিজেপির সদর দপ্তর থেকে শপথ গ্রহন করবেন তারা। ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে তারা দুজনেই যোগ দিয়ে দিয়েছেন বিজেপিতে।
এই মুহূর্তের বড় খবর। বিজেপির হয়ে শপথ গ্রহন করলেন শোভন ও বৈশাখী!

Updated : Wednesday, August 14, 2019 5:14 PM













Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film