কলকাতানিউজপলিটিক্সরাজ্য

নয়া পদক্ষেপ মমতা সরকারের, জেনে নিন কি করতে চলেছেন!

Advertisement

প্রান বাঁচাতে এক নতুন ব্যবস্থা নিল মমতার সরকার। প্রতি বছর সাপের কামড়ে মৃত্যু হয় প্রায় ৫০ হাজার মানুষের। পশ্চিমবঙ্গেও সাপের ছোবলে মৃত্যুর সংখ্যা কিছু কম নয়, প্রচুর মানুষ মারা যান। এবার সাপের কামড়ে যাতে কাউকে প্রাণ না দিতে হয় তার জন্য নয়া পদক্ষেপ মমতা সরকারের। এর জন্য নতুন মোবাইল অ্যাপ লঞ্জ করেছে।

এই অ্যাপের নাম ‘স্নেক বাইট অ্যান্ড পয়জন ইনফরমেশন’। এই অ্যাপ থেকে বাংলা এবং ইংরেজী দু ভাষাতেই তথ্য মিলবে। সাপে কামড়ালে কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হবে জানাবে এই অ্যাপ। জরুরি পরিস্থিতির জন্য অ্যাপে রয়েছে টোল–ফ্রি নম্বর ১৮০০–৩৪৫–০০৩৩।

Related Articles

Back to top button