অভিনয় জগতে তুমুল সাড়া ফেললেন মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা, দেখুন ছবি

হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ ইতিমধ্যেই অন্যতম হিট সিরিয়াল হিসেবে পরিচিতি পেয়েছে বিনোদন জগতে। সেখানে কাব্যার চরিত্রে অভিনয় করে বেশ নজর কেড়েছেন মাদলসা শর্মা।   View this post on Instagram   Kya…

Avatar

হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ ইতিমধ্যেই অন্যতম হিট সিরিয়াল হিসেবে পরিচিতি পেয়েছে বিনোদন জগতে। সেখানে কাব্যার চরিত্রে অভিনয় করে বেশ নজর কেড়েছেন মাদলসা শর্মা।

আমরা যদি এই অভিনেত্রীর পরিচয় জানি তাহলে বিশেষ অবাক হওয়ার ব্যাপারই। পরিচালক সুভাষ শর্মা এবং অভিনেত্রী শীলা শর্মার মেয়ে হওয়ার পাশাপাশি তাঁর প্রসিদ্ধি অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ হিসেবে। মিঠুনের বড় ছেলে মিমোর স্ত্রী হলেন মাদলসা।

২০১৮ সালে বিবাহ হয় তাঁর। এর আগে অবশ্য কন্নড়, তামিল, তেলুগু ও কয়েকটি হিন্দি ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তাঁর অভিনয় কেরিয়ার নিয়ে শ্বশুরবাড়ির কাছে খুব কৃতজ্ঞ মাদলসা। তিনি বলেন, তাঁর শ্বশুর মিঠুন এবং শাশুড়ি- স্বামীও তাঁকে অভিনয় জগতে কাজ করতে উৎসাহিত করেন।