কলকাতা শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার দিল্লিতে বিজেপির খাতায় নাম লিখিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে, মুকুল রায় মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মমতায় রাজ্যে ক্ষমতায় আসার পেছনে বড় ভূমিকা রয়েছে শোভনের। কিন্তু এখন তাকে এখন আর চেনেন না মমতা। শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলকে দুষলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, ৬ মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের সব কটা ইট খসে পড়বে। তৃণমূল কংগ্রেসের যতগুলো বিম আছে, পিলার আছে সব খসে পড়বে। আগে শুধু পিসি- ভাইপোর কথায় পার্টি চলত। এখন পিকে-র হাতে পার্টি চলে গিয়েছে। পিসি- ভাইপোর হাতে আর নেই।