Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য ভবনের অন্যতম শীর্ষ কর্তা DHS অজয় চক্রবর্তী

ফের করোনা আক্রান্ত স্বাস্থ্য ভবনের আরেক কর্তা। এবার করোনার পাল্লায় পড়েছেন স্বাস্থ্য ভবনের অন্যতম শীর্ষ কর্তা DHS অজয় চক্রবর্তী। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন DHS অজয় চক্রবর্তী। Rapid অ্যান্টিজেন…

Avatar

ফের করোনা আক্রান্ত স্বাস্থ্য ভবনের আরেক কর্তা। এবার করোনার পাল্লায় পড়েছেন স্বাস্থ্য ভবনের অন্যতম শীর্ষ কর্তা DHS অজয় চক্রবর্তী। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন DHS অজয় চক্রবর্তী। Rapid অ্যান্টিজেন টেস্ট করার পরেই রিপোর্ট আসতেই দেখা যায় তিনি করোনা আক্রান্ত। এমনকি তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত। তিনি বর্তমানে এমআরবাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছু দিন আগেই করোনার কবলে পড়েছিলেন ৩৮ জন চিকিৎসক। অবশ্য তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক।

এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। জানা গিয়েছে এই ৩৮ জন ছাড়াও আরো অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু তা এখনো বোঝা সম্ভব হচ্ছেনা, তাই পরীক্ষা করানো দরকার। তবে এই বিপদে পড়ে এবার স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, ”পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এখনই দরকার চিকিৎসক। শীঘ্রই চিকিৎসকদের পাঠানো হোক।”

 

About Author