নিউজপলিটিক্সরাজ্য

কয়লা চুরি নিয়ে মুখ্যমন্ত্রীর এত সমস্যা কিসের? মমতার প্রতিক্রিয়ার পালটা জবাব শাহের

Advertisement

বৃহস্পতিবার কয়লার পাচার কান্ডে তল্লাশি চালাল আয়কর দপ্তর। কিন্তু সাথে ছিলনা রাজ্য পুলিশ। এই নিয়ে আজ কথা বলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

কাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের গরু পাচার কান্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের চার জায়গাতে তল্লাশি চালায় সিবিআই। অন্যদিকে একই দিনে দুর্গাপুর-আসানসোলে কয়লা পাচার চক্রের খোঁজ চালায় আয়কর দপ্তর। তখন বাঁকুড়াতে ছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ সেই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

এইদিন মুখ্যমন্ত্রী বলেন,”একদিকে বাঁকুড়ায় আহার গ্রহণ করছেন অমিত শাহ। আর অন্যদিকে রাজ্যের তিন জেলায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং আয়কর দপ্তর। এটা তো উচ্চ মানের প্ল্যানিং। এরা তো ট্রাম্পকেও হার মানিয়ে দেবেন দেখছি। অবশ্য ট্রাম্প হেরেই যাচ্ছেন”।

 

অন্যদিকে মুখ্যমন্ত্রীকে তার প্রতিক্রিয়ার পালটা জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,” সিবিআই ও আমাদের হাতে নেই, আর ইডি ও আমাদের হাতে নেই। শুনেছি কোনো এক লালজির ঘরে তল্লাশি চালানো হয়েছে। কেবল এইটুকুই জানি আমি।”

 

তবে এখানেই নিজের কথা শেষ করেননি। তিনি প্রশ্ন তুলেছেন সেই লালজি এবং মুখ্যমন্ত্রীর যোগ নিয়েও। শাহ বলেন,” লালজির সাথে সম্পর্কটি এইবার তো জনসমক্ষে আনুন। কয়লা ক্ষনি থেকে কি আয় রাজ্যের হয়না? আয় তো রাজ্যও পায়। তবে ওনার এত সমস্যা কি? কয়লা চুরি করা নিয়ে ওনার এত চিন্তা কেন? তার চেয়ে মহিলাদের সুরক্ষার দিকে নজর দিলে ভালো হয়না কি? ”

 

এইদিন রাজ্যের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও কথা বলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”সিএএ আইন তৈরি হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই তা বাংলায় আনা হবে।” বিজেপি নিজের প্রতিশ্রুতি রাখবে বলেও এইদিন জানান শাহ।

Related Articles

Back to top button