মুম্বই: একেই করোনা পরিস্থিতির জন্য মহারাষ্ট্র এখনও পর্যন্ত দেশের শীর্ষস্থানে রয়েছে। কার্যত করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে মুম্বইবাসী। করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে দেখে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে মহারাষ্ট্রে। আর এবার আরও এক উপদ্রব চিন্তা বাড়াল মুম্বইবাসীদের। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। যেখানে বলা হয়েছে শীতকালে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা প্রবল, ঠিক সেখানেই তাপমাত্রা কার্যত নিম্নমুখী হতে চলেছে মুম্বইয়ে। আজ, শনিবার বাণিজ্যনগরীর তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
মৌসম ভবনের তরফ থেকে আজকের এই দিনটিকে মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১ ডিসেম্বর তাপমাত্রা ছিল এরকম সর্বনিম্ন। তবে সেদিনকে ছাপিয়ে গেল আজকের তাপমাত্রা। শুধু সেদিনকেই নয়, গত ১১ বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে আজকের তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব দিকের শীতল বাতাস রাতের তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে এবং এটি এই মরশুমের এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। শহরের কয়েকটি স্থান শীতল হাওয়ার কারণে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রাজ্যের কয়েকটি অভ্যন্তরীণ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে শীতলতম আবহাওয়া, কার্যত বিপর্যস্ত করে রেখেছে বাণিজ্যনগরীর বাসিন্দাদের দৈনন্দিন জীবন, এমনটা বলাই যায়।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’