দেশনিউজপলিটিক্স

দেশবাসীকে দেওয়ার আগে প্রধানমন্ত্রীর আগে ভ্যাকসিন নিন, মন্তব্য তেজপ্রতাপের

Advertisement

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নিয়ে এবার প্রশ্ন তুললেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav)। তাঁর বক্তব্য, ‘দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। তাই তাঁর উচিত, সাধারণ মানুষকে করোনা টিকা দেওয়ার আগে তা নিজে নেওয়া।’ উল্লেখ্য, বিগত সপ্তাহেই কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ড (Covishield) অনুমোদন দিয়েছে কেন্দ্র (Central Govt)।

শুক্রবার চলছে ভ্যাকসিনের এদিকে, বুধবার চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। টিকা দেওয়ার পন্থপদ্ধি নিয়ে দেশজুডে় তৃণমূল পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। কারণ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এরকম এক পরিস্থিতিতে, আরজেডি নেতা সংবাদসংস্থাকে বলেন, ‘করোনা ভ্যাকসিন প্রথম নেওয়া উচিত খোদ প্রধানমন্ত্রীর। তারপর আমরা সবাই ওই ভ্যাকসিন নেব।’

উল্লেখ্য, শুধু তেজপ্রতাপ নয়, এর আগে করোনা ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করেছেন, সপা নেতা অখিলেশ যাদব। করোনা টিকাকে তিনি বিজেপির ভ্যাকসিন হিসেবে উল্লেখ করেন। তিনি অবশ্য বলেন, দেশের বিজ্ঞানীদের উপরে তাঁর কোনও সন্দেহ নেই। অন্যদিকে বিহারে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘কেন্দ্রের গাইডলাইন্স অনুযায়ী করোনা টিকাকরণ করতে তৈরি রাজ্য সরকার। যাদের বয়স পঞ্চাশের ওপরে তাদের প্রথমে ভ্য়াকসিন দেওয়া হবে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা।’

এদিকে, বুধবার চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। টিকা দেওয়ার পন্থপদ্ধি নিয়ে দেশজুডে় তৃণমূল পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button