রাজীব ঘোষ : সিবিআই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে। মঙ্গলবার রাতে চিদাম্বরমের দিল্লির বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়েছে সিবিআই। সিবিআইয়ের অফিসাররা কিছুক্ষণের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।চিদাম্বরম সেই নির্দেশ না মানায় সিবিআই ফের হানা দেয়।কিন্তু চিদাম্বরমের দেখা পাওয়া যায় নি।দিল্লি হাইকোর্ট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।তারপর চিদাম্বরম সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল,সলমন খুরশিদ একটি অভিষেক মনু সিংভি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। আজ সেটার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।
হাইকোর্ট চিদাম্বরমের আর্জি খারিজ করার পর সিবিআই তাকে গ্রেফতার করতে পারে, সেই বিষয়টি পরিস্কার হয়ে যায়। সিবিআই, ইডির অফিসাররা তখন চিদাম্বরমকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিতে চায়। তবে ইতিমধ্যে চিদাম্বরম বেপাত্তা হয়ে গিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিবিআই অফিসাররা তল্লাশি চালানো শুরু করেছেন। চিদাম্বরমের মোবাইল ফোন বন্ধ রয়েছে। কিন্তু কোথায় চিদাম্বরম? এবার চিদাম্বরমের হয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকালে টুইট করেন।টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, নির্লজ্জ,কাপুরুষের মতো খোঁজা হচ্ছে চিদাম্বরমকে।আমরা তার পাশে আছি।ফল যাই হোক, সত্যের জন্য লড়াই চলবে।চিদাম্বরমের সমর্থনে প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেন।