নিউজ

পুলিশের চাকরি পেতে গেলে মেয়েদের ভার্জিন হতে হবে, নাহলে পাবেন না চাকরি! দিতে হবে ভার্জিনিটি টেস্ট

Advertisement

এর আগে শুনেছেন কখনো এমন নিয়মের কথা, যেখানে পুলিশের চাকরী পেতে গেলে মেয়েদের কে দিতে হয় তার কুমারীত্বের পরীক্ষা। এমন আজব ও ঘৃণ্যনিয় নিয়ম রয়েছে ইন্দোনেশিয়া। এদেশে পুলিশের চাকরী পেতে চাইলে কুমারী হতে হবে নারীদের। সেই সঙ্গে হতে হবে সুন্দরীও। এমনকি যেসব নারী পুলিশে যোগ দিতে চান তাদের ‘টু ফিঙ্গার টেস্ট’ নামের একটি পরীক্ষা দিতে হবে। যার মাধ্যমে জানা যাবে আবেদন করা ওই নারী আসলেই কুমারী কি না। ইন্দোনেশিয়ার এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র আন্দ্রে হারসোন জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী মনে করছে, সক্রিয় যৌন জীবন আছে, এমন কোনো নারীকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এটা নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাধা।

Related Articles

Back to top button