বলিউডবিনোদন

অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার ‘আন্টি’ বলে ট্রোল সোশ্যাল মিডিয়ায়, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

Advertisement

টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর( Urmila Matondkar ) এর বয়স বাড়লেও গ্ল্যামার কমেনি একদমই । এই কিছুদিন আগেই অভিনেত্রী ঊর্মিলার 47 বছর পূর্ণ হল। তবে বলিউডের রঙ্গিলা গার্ল বয়স একদমই লুকাতে নারাজ। অভিনেত্রী ঊর্মিলা জন্মদিন পালন জাঁকজমকপূর্ণভাবে করতে চায়নি কোনোদিনই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন অনেকে তাকে আন্টি বলে ট্রোল করে বর্তমানে। কিন্তু এটা কি তিনি কোনদিনই ট্রোল ভাবে নেন নি। কারণ বর্তমানে তার বয়স বৃদ্ধি পেয়েছে। আর একজন মানুষের বয়স বৃদ্ধি পাওয়া মানে সে একজন পরিনত মানুষ হওয়া এটা তার কাছে আনন্দদায়ক। কেউ যদি আন্টি বলে ট্রোল করে তাকে খারাপ অনুভব করাতে চায় তাহলে তারা ভুল কারণ এতে তিনি খারাপ অনুভব করেন না। তিনি কোনদিনও চাইনি তার বয়স লুকিয়ে রাখতে। তিনি খুবই খোলা মনের মানুষ। এবং অবশ্যই বড় মনের মানুষ।

https://www.instagram.com/p/CK3Vr7IJJiX/?igshid=vqzwn2hacr8q

তবে তিনি অন্যদের জন্মদিন পালনে উপস্থিত থাকেন এবং খুব মজা করেন। বেশ অল্প বয়স থেকেই তিনি এবং তার ভাই এনজিওর সাথে যুক্ত। এবং অনেক সামাজিক কাজে তারা সাহায্য করত। ছোটবেলায় সে এবং তার ভাই যখন জন্মদিনে টাকা উপহার পেতো তখন সেই টাকা দিয়ে তারা নিজেরা কোনদিনও কিছু কিনত না বিভিন্ন আশ্রম আনন্দ ভবন , স্বেচ্ছাসেবী সংস্থা ইত্যাদি জায়গায় দান করে আসতো। সে নিজে থেকে কোনদিনও তার জন্মদিন পালন করবে এরূপ আশা করেনি তবে তিনি নতুন বছরে শত কাজে ব্যস্ত থাকলেও তাকে উপহার দেয় তার ভক্তরা এবং এনজিওর কিছু বাচ্চারা মিলে। তিনি সত্যি এতে প্রচণ্ড খুশি হন। তিনি বলেন তিনি এর আগে কোনদিনও জন্মদিন পালন করে এত খুশি হননি।

Related Articles

Back to top button