Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জয় শ্রী রাম থেকে ওবিসি সংরক্ষণ, এর সাথে দুর্গাপুজো, তোষণ অস্ত্র নিয়ে মমতাকে আক্রমণ নাড্ডার

Updated :  Tuesday, February 9, 2021 10:11 PM

তোষণা অস্ত্রে লালগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কখনও দুর্গাপুজোয় বিসর্জনের বিষয়কে টেনেছেন, কখনও আবার টেনে ‘জয় শ্রী রাম’ নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এর সাথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতার ভাষণ তুলে ধরে ‘বাংলার সংস্কৃতি নিয়েও নিশানা করছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

লালগড়ের সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন,”জয় শ্রী রাম ধ্বনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। এ কেমন রাজ্য! পুরষোত্তম রামের নাম নিলে আপনি ক্ষুব্ধ হচ্ছেন কেন? আর তোষণ রাজনীতির জন্য আপনারা ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়েছেন। আর বেশিদিন নেই। প্রায়শ্চিত্ত করতে থাকুন” মহরম উপলক্ষে দুর্গাপুজোর বিসর্জনে নিষেধাজ্ঞার ঘটনার কথাও বলেছেন তিনি। গেরুয়া শিবিরের সর্ব ভারতীয় সভাপতির কথায়,”তোষণের কারণে বন্ধ হয়েছে সরস্বতী ও দুর্গাপুজো। মহরমের অনুমতি দেওয়া উচিত। কিন্তু, পুজোয় বাধা দিয়ে নয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন কারফিউ ঘোষণা করলেন। অথচ ৫ দিন আগে মহরমের অনুমতি দেওয়া হয়েছিল।”

বাংলার সংস্কৃতি নিয়েও শাসক শিবিরকে এক হাত নিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা( J P Nadda)। তার বক্তব্য,”আমার নামের আগে অলঙ্কার জুড়ছেন পিসি। আর ভাইপো, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপশব্দ বলছেন। এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে তৃণমূল? বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে অরবিন্দ, বিবেকাননন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের সংস্কৃতি।”