Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ থেকে দেশ জুড়ে টোলট্যাক্স মেটাতে চালু হল FasTag, না মানলে হবে জরিমানা

Updated :  Monday, February 15, 2021 11:30 AM

নয়াদিল্লি: FasTag লাগানো না হলে গুনতে হবে জরিমানা। দেশের প্রতিটি গাড়ি (Car), নতুন হোক অথবা পুরাতন, FasTag থাকাটা বাধ্যতামূলক। যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে গতি আনতে কেন্দ্র সরকারের (Central Govt)তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বর (December) মাসের ৩১ তারিখ প্রথম দফায় এই FasTag লাগানোর অন্তিম সময়সীমা দেওয়া হয়েছিল।

পরবর্তীকালে তা বাড়িয়ে করা হয় ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি। সেই মোতাবেক আজই FasTag লাগানোর শেষ দিন। আর এমনটা না হলে আগামীকাল থেকে জরিমানার সম্মুখীন হতে হবে গাড়ির চালক এবং মালিককে।

সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ৪০% ট্রাক এবং ৯০% বাস এই FasTag লাগায়নি। যে কারণে সোমবার রাত্রি ১২টার পর থেকেই এই সমস্ত গাড়িদের টোল পারাপারের ক্ষেত্রে সাধারণ লেন ব্যবহার করতে হবে এবং দ্বিগুণ টোল দিতে হবে। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি তো রয়েছেই।

আর এই ৪০% ট্রাক এবং ৯০% বাস বাদেও রয়েছে অন্যান্য গাড়ি। FasTag না লাগানো অবস্থায় যে সকল গাড়ি দেশের ৬১৫ টি জাতীয় এবং ১০১ টি রাজ্য টোল প্লাজা দিয়ে পার হবে সেগুলিকে জরিমানা স্বরূপ দ্বিগুণ গুনতে হবে। শুধু দ্বিগুণ টোল দেওয়াই নয়, পাশাপাশি এই সকল গাড়িগুলির ক্ষেত্রে বদল হচ্ছে আপ-ডাউন সিস্টেমের নিয়মের ক্ষেত্রেও। কোন টোলপ্লাজায় যদি ১০০ টাকা টোল ধার্য হয়ে থাকে, তাহলে FasTag না থাকলে ২০০ টাকা গুনতে হবে।