কলকাতানিউজরাজ্য

টেটের মেধা তাকিকায় দুর্নীতির অভিযোগ, মামলা দায়ের হল ফের রাজ্য সরকারের বিরুদ্ধে

Advertisement

কলকাতা: টেটের (TET) মেধা তালিকায় বেনিয়ম, হাইকোর্টে (Highcourt) ৬টি মামলা রাজ্য সরকারের (State Govt) বিরুদ্ধে। গত ২৩ ডিসেম্বর (December)) পর্ষদ ১৬ হাজার ৫০০টি শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক (Prmary Teacher) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। বলা হয়েছিল, যারা টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবেন। নতুন বছরের ৩১ জানুয়ারি (January) হয় পরীক্ষা। তারপরেই সোমবার (Monday) গভীর রাতে মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার প্রকাশিত মেধা তালিকায় রয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। অভিযোগ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ। এর পিছনে বড় মাপের দুর্নীতি রয়েছে।

টেটের মেধা তালিকায় বেনিয়ম। আর এবার তা নিয়েই মামলা হল কলকাতা হাইকোর্টে। মোট ৬ টি মামলা হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে। ৫টি মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম এবং একটি মামলা লড়ছেন, পার্থ ভট্টাচার্য। আগামীকাল সকাল ১০টা ৪৫ নাগাত এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলাটি শুনবেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

উল্লেখ্য গতকালই টেট নিয়োগের প্যানেল অবৈধ ভাবে প্রকাশ করা হয়েছে বলে সুর চড়িয়েছিল বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বর্তমান সরকারের বয়স আর কয়েক মাস। ক্ষমতা থেকে যাওয়ার সময়েও একটা দুর্নীতি করে গেল। ক্ষমতায় এসেই আমরা এই দুর্নীতির তদন্তে একটি কমিশন গঠন করব।’’ তাঁর দাবি, ‘‘যে পরীক্ষার ভিত্তিতে এই মেধা তালিকা তাতে ৬টি ভুল প্রশ্ন ছিল। তা নিয়ে একটি মামলা হয়। এখনও যার শুনানি চলছে। মার্চ মাস নাগাদ আদালত রায় জানাতে পারে। তার আগে ভোটের মুখে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এমন কয়েক জনের নাম রয়েছে যাঁরা ভুল প্রশ্নের জন্য আদালতে গেছেন।’’

শমীকের অভিযোগ, তালিকায় একাধিক মামলাকারীর নাম রয়েছে কিন্তু যাঁরা আদালতে যেতে পারেননি তাঁদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, ‘‘তবে কি মামলা করতে পারাটাও চাকরি পাওয়ার অন্যতম যোগ্যতা?’’ তাঁর অভিযোগ, “প্রকাশিত তালিকা মেধা অনুসারে করা হয়নি। চাকরিপ্রার্থীরা ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর দিলে শুধু নাম রয়েছে কি নেই সেটুকুই দেখাচ্ছে। তালিকার কোথায় নাম তা কেন দেখা যাচ্ছে না! তিনি দাবি তোলেন, ‘‘অবিলম্বে পিডিএফ ফরম্যাটে মেধা তালিকা প্রকাশ করতে হবে।’’

Related Articles

Back to top button