Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন শাহরুখ খান

Updated :  Friday, April 9, 2021 9:49 PM

বলিউডের জগতে তথা ভারতের সিনেমার ইতিহাসে কিং খানকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বলিউডের বাদশা শাহরুখ খান দেশ ও বিদেশে নিজের নাম সিনেমার জগতে স্বর্নাক্ষরে লিখিয়ে রেখেছেন। তিনি খুব অল্প বয়সেই মা বাবাকে হারিয়ে জীবনের কঠিন লড়াইয়ে একাই যোদ্ধার মত অবতীর্ণ হয়েছিলেন। জীবনে শাহরুখ কখনো তার মা বাবার স্নেহ পাইনি। অর্থ ধন দৌলত সব কিছু পেলেও শাহরুখ মা-বাবার হারানোর দুঃখটা খুব ভালোভাবেই বোঝেন। এবার সম্প্রতি আবারও আরেকজন কাছের মানুষকে হারালেন কিং খান। আসলে শাহরুখ খানের বন্ধুর মায়ের মৃত্যু হয়েছে কিছুদিন আগেই। আর তাতেই শোকস্তব্ধ হয়ে বাদশা সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেন।

শাহরুখ খানের সাংবাদিক বন্ধু জাকারিয়া সম্প্রতি তার মাকে হারিয়েছে। সে মাকে হারানোর বেদনায় একটি টুইট করে। সেই টুইটে তিনি লেখেন, “আমার মা ফাতেমা জাকারিয়া গতকাল রাতে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। উনি দীর্ঘ সুন্দর ঘটনাবহুল জীবনযাপন করেছিলেন। তিনি তার সন্তান এবং নাতি নাতনীদের সাথে শেষ জীবনটা কাটিয়েছেন। এই ছবিটা ওনার খুব প্রিয় ছিল।”

শাহরুখ খান সেই টুইটার পোস্ট এর প্রতিক্রিয়ায় বলেছেন, “আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি আমি। ঈশ্বর আপনাকে আপনার ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য শক্তিপ্রদান করুক।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে জিরো সিনেমা করার পর থেকে খুব একটা সিনেমা করতে দেখা যায়নি শাহরুখ খানকে। তবে ২০২১ এ কামব্যাক করছেন বলিউড বাদশা। এবার শাহরুখ, দীপিকা পাডুকোন, জণ আব্রাহাম ইতিমধ্যেই তাদের নতুন সিনেমার শুটিংয়ের কাজে লেগে পরেছে।