দীর্ঘ দাবদাহের পর আজ কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা শহর। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী ১-২ ঘন্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এমনকি বিকেলের দিকে ঝড় বৃষ্টি জোরালো হতে পারে। কলকাতা শহরের পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ১-২ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেই সাথে ঝড়ো বাতাস বইতে পারে। তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ২ জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস করা হয়েছে। এছাড়া কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং তাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হচ্ছে। এতে বাতাসে নিচে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। যার জেরে মাঝে মাঝেই বিকেলের দিকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তার ওপর আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এর কারণে ঝড় বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। আজ এরপর বৃষ্টিপাত হলে মনোরম পরিবেশ সৃষ্টি হবে বলে ধারণা করা যাচ্ছে।