ভুয়ো ভ্যাকসিন গ্রহণ করার পরে অত্যন্ত গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত মঙ্গলবার কসবার একটি ভ্যাক্সিনেশন ক্যাম্পে তিনি ভুয়ো করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম কয়েকদিন তার তেমন কিছু উপসর্গ না দেখা গেলেও, শনিবার ভোর থেকেই তার সমস্যার শুরু হয়েছে। অবস্থা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যাবার কারণে অভিনেত্রী বর্তমানে বাড়িতে চিকিৎসায় রয়েছেন। শনিবার ভোর চারটে নাগাদ তার সমস্যা শুরু হয়েছে বলে খবর। ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন।
গত মঙ্গলবার দেবাঞ্জন দেবের ক্যাম্প থেকে ভুয়ো করোনা ভ্যাকসিন গ্রহণ করেন মিমি চক্রবর্তী। প্রথম একদিন দুদিন তো তেমন কিছু হয়নি। কিন্তু শনিবার ভোর থেকে শুরু হলো সমস্যা। শুরু হয় পেটে মারাত্মক ব্যথা। তার সঙ্গে ঘাম দিতে থাকে। অত ভোরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ততক্ষণ তিনি বাড়িতেই ছিলেন। তারপর ভোর ছ’টা নাগাদ মিমির হাউস ফিজিশিয়ান তার বাড়িতে আসেন। তিনি এসে মিমি চক্রবর্তীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
টিকা গ্রহণের পরে শুক্রবার মিমি চক্রবর্তী অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন। শুক্রবার রাতে তার প্রচন্ড ডিহাইড্রেশন হতে শুরু করে, ঘাম হতে শুরু করে, ব্লাড প্রেসার অনেকটা নিচে নেমে যায় এবং তলপেটে ব্যথা শুরু হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিমি চক্রবর্তী শুক্রবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করা শুরু করেছিলেন। তারপর সেদিন রাত্রে নাকি মিমি চক্রবর্তীর নিজে একবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপরেই ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেয় কিন্তু তিনি বাড়িতে থেকে চিকিৎসা করানোর জন্য অনুরোধ জানান।
এমনিতেই মিমি চক্রবর্তী গলব্লাডারের সমস্যা রয়েছে। গলব্লাডার স্লাজ এন্ড শ্লাগ্যিস লিভার, এই সমস্যায় ভোগেন অভিনেত্রী। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তাতে মিমি চক্রবর্তী রাজি হননি। তাই বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, মিমি চক্রবর্তীর যখনই সমস্যা হয়েছে, তাহলে হয়তো বা আরো অনেকে এরকম সমস্যা ধরা পড়তে পারে।
মঙ্গলবার ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের উদ্যোগে তৈরি করা ভ্যাক্সিনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন মিমি চক্রবর্তী। সেখানে তিনি জাল ভ্যাকসিন গ্রহণ করেন। পরে জানা যায় ওই ভ্যাকসিনের জায়গায় জল মেশানো এমিকাসিন দেওয়া হয়েছিল। শনিবার অভিনেত্রীর রক্ত পরীক্ষার সময় একাধিক টেস্টের নমুনা সংগ্রহ করার কথা ছিল কিন্তু তার আগেই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি।