নিউজপলিটিক্সরাজ্য

বিধানসভা নির্বাচনে এতো টি আসনে জয়লাভ করবে তৃণমূল, জানুন আসনের সংখ্যা!

Advertisement

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনে ৪২ এ ৪২ পাওয়ার দাবি করেছিল তৃণমূল কংগ্রেস।কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল পূর্বে যে সংখ্যায় সাংসদ ছিল তৃণমূলের,এই নির্বাচনে সেই সংখ্যা থেকে অনেক কমে গিয়ে তৃণমূলের আসন দাঁড়িয়েছে ২২-এ।বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, বিধানসভা নির্বাচনে ২৫০ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তৃতীয় বার সরকার গঠন করবে।

তিনি বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয়, বদল চাই।যদি সেই সময় বদলার রাজনীতি করতাম, তাহলে এখন যারা বড় বড় কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন, তাদের দেখা পাওয়া যেতো না।লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে।রাজ‍্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে।বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছেন।রাজ‍্যে বিধানসভা নির্বাচন বেশি দেরি নেই।ফলে তৃণমূলকে সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য দলের নেতারা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন।তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলাকে অশান্ত করতে চাইছে।বড় বাবুদের লড়াইটা আমাদের সঙ্গে।আমরা সবাই মিলে পার্টির সম্মান রক্ষা করবো।মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেতে দেবো না।

নেত্রী নির্দেশ দিলে ছাত্র-যুবরা তাদের মাঠে নামার আগেই দশ গোল দেবো।বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিষেক বলেছিলেন লোকসভা নির্বাচনে অর্জুন সিং এবং সৌমিত্র খানকে আড়াই লাখ ভোটে হারাবেন।তা না হলে রাজনীতি ছেড়ে দেবেন।আগে নিজের কথাটা রাখুন।লোকসভাতেও ৪২ এ ৪২ পাবে বলে বলেছিলেন।সেই আশা পূরণ হয়নি।বিধানসভাতেও সেটাই হবে।অভিষেক যত আসন বাড়িয়ে বলবেন, ততই আসন কমতে থাকবে।দলনেত্রীর ভাইপো ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেয়েছেন লোকসভা ভোট আর বিধানসভা ভোট এক নয়।তাই অভিষেক এই বক্তব্য রেখেছেন।

Related Articles

Back to top button