জানেন কি? শুধুমাত্র ত্বকের জন্য নয়, অ্যালোভেরা ওজন কমাতেও সাহায্য করে!
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি। ত্বকের যত্ন নিতে অনেকেই নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করে থাকে। কিন্তু শুধুমাত্র ত্বকের পরিচর্যাই নয়, এর সাথে সাথেই ওজন কমাতেও অ্যালোভেরার ব্যবহার করা হয়, জানেন কি? দেখে নিন এ বিষয়ে বিস্তারিত।
আমরা সাধারণত ত্বকের পরিচর্যার জন্য অ্যালোভেরা ব্যবহার করি। কিন্তু ত্বকের পরিচর্যার পাশাপাশি ওজন কমাতেও অ্যালোভেরা বড় ভুমিকা নিতে পারে। অ্যালোভেরায় থাকে অ্যালোইন নামের প্রোটিন যা সরাসরি ফ্যাট না কমালেও, শরীরে জমে থাকা টক্সিন দূর করে ওজন কমাতে সাহায্য করে। তবে এবিষয়েও সাবধান হওয়া উচিত, বেশি পরিমাণে অ্যালোভেরার রস শরীরে গেলে পেটের গণ্ডগোল হতে পারে।
এক গ্লাস জলে ৫০ মিলিলিটার অ্যালোভেরার রস মিশিয়ে দিনের যে-কোন সময়ই খেতে পারেন। ব্লাড সুগার, হজমের সমস্যা, পাকস্থলির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই রস। আর এর সাথে সাথে ওজন কমাতেও বিশেষ ভুমিকা নেয়। তবে গর্ভবতী মায়েরা এই রস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ অ্যালোভেরার রস জরায়ু বা ইউটেরাসের সংকোচন ঘটায়। এ ছাড়াও, অন্ত্রনালীতে নানা সমস্যার সৃষ্টি করে।