Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতকে সাপের ভয় দেখিয়ে হুমকি পাকিস্তানি গায়িকার! দেখুন ভিডিও

Updated :  Thursday, September 5, 2019 10:23 AM

কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নেওয়ার পর থেকেই এই বিষয় নিয়ে নানা বিতর্ক সামনে এসেছে। এবার তা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের রবি পিরজাদা। রবি পিরজাদা হচ্ছেন পাকিস্তানি গায়িকা, কম্পোজার, টিভি সঞ্চালিকা। তিনি পাক সেনা অফিসার হুমায়ুন পিরজাদার মেয়ে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে রবি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়াই।

সেই ভিডিওটিতে তিনি হাতে সাপ নিয়ে ‘হামসে কাশ্মীর না ছিনো! অ্যায় জালিমো জান্নাত কী তাসবির না ছিনো!’  এই গানটি গাইছেন। টেবিলের উপর রাখা কুমির। এই ভিডিওটির মাধ্যমে সাপ এবং কুমির নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকি দেন রবি। গানের মাধ্যমে তিনি বলেছেন, ‘‘এই সব সাপ মোদীর জন্য। খুব শীঘ্রই এদের উপহার হিসেবে ভারতে পাঠাবো আমি। কাশ্মীর না দিলে সাপ-কুমিরের কামড় খেয়ে মরবে সকল ভারতবাসী।’’ তাঁর দাবি এই সাপ কুমিরগুলো নাকি তাঁর পোষ্য বন্ধু। ভারতীয়রা যেন এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, হুমকি রবি পিরজাদারের।