ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা জানিয়েছেন যে আপনি কোন পদ্ধতিতে ফোন লক করেন তা থেকেই আপনার বয়স জানা যেতে পারে। আপনি পিন দিয়ে ফোন লক করেন, না প্যাটার্ন দিয়ে,কতক্ষণ পর পর আপনি ফোন ঘাটেন শুধুমাত্র এইসব তথ্য থেকেই আপনার বয়স জানা সম্ভব।
তাদের মতে যাদের বয়স অল্প তারা প্যার্টান এর সাহায্যে ফোন লক করে, এবং যারা একটু বয়স্ক তারা পিনের সাহায্যেই ফোন লক করে থাকেন। এমনকি প্রায় দশ বছর বয়সের ফারাকে আপনার ফোন ঘাটার প্রবণতা প্রায় ২৫ শতাংশ কমে আসে।
দেখা যায় যে যাদের বয়স ২৫ এর মধ্যে তারা দিনে কুড়ি বার ফোন চেক করেন। কিন্তু যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি তারা গড়ে ১৫ বার ফোন চেক করে থাকেন ।
এই বিষয়ে জানার জন্য গবেষকরা একটি পরীক্ষা করেন। ১৯ থেকে ৬৩ বছর বয়সী ১৩৪ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা কতক্ষণ ফোন চেক করেন এবং কি পদ্ধতিতে তারা নিজেদের ফোন লক করেন সেইসব নিয়ে সমীক্ষা চালানো হয় দুই মাস ধরে।
দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে ইউজাররা অটো লক ব্যবহার করতে শুরু করেন ।তবে এখানে একটি বিষয় উঠে এসেছে। সেটি হল–
মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে তারা ফোন কম ব্যবহার করতে শুরু করেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তার পুরো উল্টো ঘটনা দেখা যায়।
একজন কুড়ি বছর বয়সী মহিলা এবং পুরুষের মধ্যে মহিলাটি বেশি সময় ধরে ফোন ব্যবহার করেন ।কিন্তু একটি পঞ্চাশ বছরের পুরুষ এবং মহিলার মধ্যে পুরুষটিকে বেশি সময় ধরে ফোন চেক করতে দেখা গিয়েছে।