জীবনযাপন

কে আপনার প্রকৃত বন্ধু তা বুঝবেন কিভাবে!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : যার জন্যে আমরা নিজেকে উজাড় করে দিই, বিপদে আপদে যে আমাদের পাশে থাকে, সেই তো প্রকৃত বন্ধু! কিন্তু এমনটা সবসময় নাও হতে পারে! তাহলে প্রকৃত বন্ধু আমরা কাকে বলবো? কয়েকটি লক্ষণ যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু কিনা, দেখে নিন সেই লক্ষণ গুলো-

১. কিছু বন্ধুদের আপনি ভালো সময়ে পাশে পাবেন। যেমন, রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন কিংবা সিনেমা দেখতে যাচ্ছেন, এসব সময় তাদের পাবেন। আপনার কোনো একটা ভালো সময়ে আপনি তাদের পাশে পাবেন। কিন্তু আপনি কোনো সমস্যায় পড়লে বা আপনার খারাপ সময়ে আপনি তাদের পাশে পাবেন না। এই ধরণের বন্ধুদের থেকে সাবধান হন।

২. কোনো সাফল্য এলে আমরা সবার আগে বন্ধুদের সাথেই শেয়ার করে নিই সেটা। কিন্তু কিছু বন্ধুদের দেখবেন আপনার সাফল্যে তারা মোটেই খুশি না, এই ধরণের বন্ধুদের থেকে যত দূরে থাকবেন ততই ভালো আপনার জন্যে।

৩. কারণে, অকারণে আপনার ভুল ধরতেই ব্যস্ত থাকেন কিছু বন্ধু। আপনার ভাবনাচিন্তা, মতামত সব কিছুর মধ্যেই কোনো না কোনো ভুল বের করতে পারলেই তারা খুশি। এরা কিন্তু আসলে আপনার বন্ধুই নন।

৪. নিজের বিপদ হতে পারে জেনেও আপনি বন্ধুর হয়ে কথা বলছেন, কিন্তু কিছু বন্ধু এমন থাকে তারা কিন্তু এমনটা মোটেই করে না। নিজেকে সেফ সাইডে রাখতে পছন্দ করেন। সাবধান, এমন বন্ধুদের থেকে।

৫. বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি থাকবে সেটা স্বাভাবিকই। কিন্তু কিছু বন্ধুদের দেখবেন জনসমক্ষে আপনাকে মজা করেই অপমানজনক কথা বলেন। আপনার ভাবমূর্তি অন্যদের চোখে নিচে নামিয়ে তারা আনন্দ পান। এদের থেকে যতটা সম্ভব ততটা দূরে থাকুন।

Related Articles

Back to top button