ভূস্বর্গকাশ্মীরে পুনরায় জঙ্গি অনুপ্রবেশ এর ঘটনায় ভীত সন্ত্রস্ত রাজ্যের মানুষ জন, বহুবিদ সুরক্ষা এড়িয়ে কীভাবে এই অনুপ্রবেশ তাতে প্রশ্নের মুখে জম্মু ও কাশ্মীর এর সীমান্ত সুরক্ষা বাহিনী। এটা নতুন নয় এর কিছুদিন আগেই পুলওয়ামা হামলা ঘটেছে, যার স্মৃতি এখনো তাজা, তবে কী নিরাপত্তা ব্যাবস্থা যথোপযুক্ত নয়। সেনার সমস্ত ভালো কাজের কৃতিত্ব সরকার নিলে, এই দায় কার? তবে কোন পথে ভুস্বর্গের নিরাপত্তা? সূত্রের খবর অনুযায়ী জম্মু ও কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ করেছে প্রায় ৪০ জন জঙ্গি।
অনুপ্রবেশ এর খবর পেতেই হাই অ্যালার্ট জারি করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। আনুমানিক বিপুল অস্ত্র নিয়ে প্রবেশ জঙ্গিদের, অনুপ্রবেশ এর বহু চেষ্টা সেনাবাহিনী নস্যাৎ করেছে, তাতেও দু এক বার সফল জঙ্গিরা , এটা অভ্যন্তরীণ সাহায্যের দিকটি খতিয়ে দেখছেন সেনা প্রধান। জম্মু কাশ্মীর এর নিরাপত্তা প্রশ্নের মুখে। ইতিমধ্যেই সারা রাজ্যে জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।