Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোতে নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী!

Updated :  Friday, September 20, 2019 8:50 AM

এবার ভূস্বর্গ কাশ্মীরে না গিয়েই তার অনুভূতি লাভ করুন এই পুজোতে। কাশ্মীর এর আকর্ষণ সিকারা তে ডাল ঝিল এর ভ্রমণ। এবার আপনার হাতের কাছেই সুযোগ সেই অপূর্ব আনন্দ উপভোগ করার। মুখ্যমন্ত্রীর ঘোষণা হাউজ বোট চালু হবে পশ্চিমবঙ্গে। এই পুজোতে তার উদ্বোধন।

আপাতত ৬টি তৈরি করাহয়েছে ও আরো দুটি করাহবে বলে জানা গেছে। দুর্গাপুজোয় এই অনন্দ উপভোগ করতে পারবে মানুষ। বর্তমানে এই বোট গুলি চলবে কলকাতা, চন্দননগর,গজলডোবা, ও মুকুট মনিপুরে এই পরিষেবা চালু করা হবে। এই পুজোতে মুখ্যমন্ত্রীর এই চমক সত্যি আনন্দ দিয়েছে বাংলার মানুষের মনে।