ট্রেন সমস্ত শ্রেণীর মানুষের যাতায়াত করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন প্রতিমুহূর্তে অগণিত মানুষ এই ট্রেনের মাধ্যমেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রেনে খাবার কেনা একটু বেশি দামী হয়ে যায় অনেকের কাছে। এবার সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। আর সেই প্রকল্প যে বিশেষ সুবিধা জনক হতে চলেছে সাধারণের জন্য, তা বলাই বাহুল্য।
এবার থেকে ট্রেনে উঠলেই ২০ টাকায় পুরো পেট ভরার মতো খাবার পেয়ে যাবেন সাধারণ যাত্রীরা। ২০ টাকার পাশাপাশি ৫০ টাকার খাবারের প্যাকেটও রাখা থাকবে সাধারণের জন্য। আর এই খাবারের প্যাকেটে থাকবে ৩৫০ গ্রাম খাবার। এই খাবারের প্যাকেটে খিচুড়ি, ছোলে বাটুরে, মাসালা ধোসা, ছোলে ও ভাত, পাও ভাজি অর্ডার করার সুযোগ পাবেন। খাবারের পাশাপাশি প্যাক করে রাখা জল সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে।
অনেকক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় বাড়ি থেকে নিয়ে আসা খাবার নষ্ট হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে অনেককে খাবার কিনতে হয় ট্রেন থেকেই। সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন প্রকল্পে ২০ থেকে ৫০ টাকার মধ্যে পেট ভরানোর মত খাবার দিচ্ছে রেলওয়ে। উল্লেখ্য, এই স্কিমটি ভারতীয় রেলওয়ে শুরুতে ৬৪ স্টেশনে শুরু করবে। চলবে ৬ মাসের ট্রায়াল পিরিয়েড। আর এর পরেই ভারতীয় রেলওয়ের সমস্ত স্টেশনে চালু করা যাবে এই প্রকল্প। সাধারণত স্টেশনের খাবারের স্টলগুলিতে খাবারের দাম যথেষ্ট বেশি থাকে। আর সেই দাম নিয়ন্ত্রণে আনার জন্যই ভারতীয় রেলওয়ে এই নতুন প্রকল্প খুব শীঘ্রই চালু করতে চলেছে সাধারণ সমস্ত শ্রেণীর যাত্রীদের কথা মাথায় রেখেই।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”