Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday by RBI: আগামী মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দরকারি কাজ থাকলে এখনই সেরে নিন

Updated :  Thursday, July 27, 2023 9:38 PM

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে, শনি ও রবিবারসহ আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। আগস্ট মাসে ৪ টি রবিবার রয়েছে, যেখানে দ্বিতীয় এবং চতুর্থ রবিবারগুলি ব্যাংক ছুটির দিন, অর্থাৎ, এই ৬ টি সারা দেশে ছুটি নির্দিষ্ট করা হয়েছে। এই ছুটির কিছু দেশজুড়ে ব্যাঙ্কগুলিতে প্রযোজ্য হবে, যখন কিছু নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। তবে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।

আগস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:

6 আগস্ট 2023 – রবিবার
8 আগস্ট, 2023 – টেন্ডং লো রাম ফট
12 আগস্ট 2023 – দ্বিতীয় শনিবার
13 আগস্ট 2023 – রবিবার
15 আগস্ট 2023 – স্বাধীনতা দিবস
16 আগস্ট 2023 – পারসি নববর্ষ (শাহেনশাহী)
18 আগস্ট, 2023 – শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ
20 আগস্ট 2023 – রবিবার
26 আগস্ট 2023 – চতুর্থ শনিবার
27 আগস্ট 2023 – রবিবার
28 আগস্ট 2023 – প্রথম ওনাম
29 আগস্ট 2023 – তিরুভোনম
30 আগস্ট 2023 – রক্ষা বন্ধন
31 আগস্ট 2023 – রক্ষা বন্ধন / শ্রী নারায়ণ গুরু জয়ন্তী / পাং-লাবসোল