Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় সুখবর! এখন WhatsApp থেকে ঘরে বসেই LPG সিলিন্ডার বুকিং, জেনে নিন সহজ উপায়

Updated :  Tuesday, September 16, 2025 3:34 PM
LPG gas booking on whatsapp

ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে ক্রমেই আরও সহজ করে তুলছে। এখন বাজারে না গিয়েও কিংবা ফোন কলের ঝামেলায় না পড়েও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং করা সম্ভব হয়েছে। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই ব্যবহারকারীরা ঘরে বসে গ্যাস সিলিন্ডার অর্ডার করতে পারবেন।

কীভাবে করবেন হোয়াটসঅ্যাপে বুকিং?

ব্যবহারকারীর সুবিধার্থে দেশের প্রধান তিন গ্যাস সরবরাহকারী সংস্থা— এইচপি গ্যাস, ইন্ডেন (ইন্ডিয়ান অয়েল) এবং ভারত গ্যাস— আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। গ্রাহকদের কেবল সেই নম্বর ফোনে সংরক্ষণ করে রাখতে হবে।

  • এইচপি গ্যাস (HP Gas): 9222201122

  • ইন্ডেন (Indian Oil – Indane): 7588888824

  • ভারত গ্যাস (Bharat Gas): 1800224344

প্রক্রিয়াটি খুবই সহজ। হোয়াটসঅ্যাপে গিয়ে সংশ্লিষ্ট নম্বরে একটি “Hi” মেসেজ পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে অটো-রিপ্লাই হিসেবে বুকিং সংক্রান্ত বিভিন্ন অপশন দৃশ্যমান হবে। সেখান থেকে “বুক সিলিন্ডার” বা “রিফিল বুকিং” অপশনটি বেছে নিয়ে, গ্রাহক আইডি বা নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই বুকিং সম্পূর্ণ হবে এবং একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।

কেন হোয়াটসঅ্যাপ বুকিং সুবিধাজনক?

ফোন কলের মাধ্যমে সিলিন্ডার বুক করতে গেলে অনেক সময় কল ব্যস্ত, নেটওয়ার্ক সমস্যা বা বারবার ডায়াল করার মতো অসুবিধা দেখা দেয়। কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করলে সেই ঝামেলা থাকে না। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। এমনকি ফোনে রিচার্জ না থাকলেও Wi-Fi ব্যবহার করে বুকিং করা সম্ভব।

সময় ও ঝামেলা বাঁচানোর সুযোগ

হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করে এলপিজি বুকিং করার ফলে সাধারণ ব্যবহারকারীর সময় ও শ্রম দুটোই কমবে। শহর হোক বা গ্রাম—যে কোনও জায়গা থেকেই গ্রাহক কয়েক ক্লিকের মাধ্যমে সহজেই গ্যাস রিফিল অর্ডার করতে পারবেন।

ডিজিটাল পরিষেবার এই নতুন ধাপ এলপিজি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও স্বচ্ছন্দ করেছে। সহজ প্রক্রিয়া, কম সময় এবং নির্ভরযোগ্য কনফার্মেশন—সব মিলিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলিন্ডার বুকিং এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে।