Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Drop: লক্ষ্মীবারে সোনার দামে ধস! কলকাতায় দীপাবলির আগে অনেক সস্তা হল সোনা

Updated :  Thursday, October 20, 2022 3:56 PM

প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। এক সময় ৫০ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতু। তবে গত কয়েকদিন ধরে পরপর দাম কমছে সোনার।

আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজোর সময় হু হু করে দাম কমা দিয়ে শুরু হলেও দশমীর দিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে বিশেষজ্ঞরা তখনই জানিয়েছিল দীপাবলির আগে আবার দাম কমবে হলুদ ধাতুর। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার আরও সস্তা হয়েছে সোনা। এমনকি আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৬৩৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৩৭,০৮০ টাকা (কমেছে ১৬০ টাকা)। এছাড়া ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬,৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫,০৫৬ টাকা (কমেছে ২২ টাকা), ৮ গ্রামের দাম ৪০,৪৪৮ টাকা (কমেছে ১৭০ টাকা)। ১০ গ্রামের দাম কমেছে ২২০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০,৫৬০ টাকা। তবে এই দামে যোগ নেই জিএসটি ও অন্যান্য শুল্ক।