Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ration Card: বড় সুখবর! রেশন কার্ড থাকলে বিনামূল্যে পাবেন সরকারি এই সুবিধা

Updated :  Tuesday, April 16, 2024 9:22 PM

আপনিও যদি রেশন কার্ডধারী হয়ে থাকেন, তাহলে একটি বিশেষ খবর আপনার জন্য রয়েছে। রেশন কার্ড নিয়ে নতুন নতুন নিয়ম চালু করছে সরকার। রেশন কার্ডের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকল্প চালু করেছে সরকার। রেশন কার্ডের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের জন্য সরকারের তরফে একটি সুখবর দেওয়া হয়েছে। এবার রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা করা যাবে।

বর্তমানে লক্ষ লক্ষ রেশন কার্ডধারীরা আয়ুষ্মান কার্ড তৈরি করছেন। এই কার্ডের অধীনে আপনি ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা করাতে পারবেন। ভারত সরকারের পক্ষ থেকে আয়ুষ্মান কার্ড জেলা প্রকল্পের ডিসি কর্তৃক জারি করা বিবৃতি অনুসারে, সমস্ত যোগ্য ব্যক্তি এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। যারা এখনও এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, তাদের এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

Ration Card: বড় সুখবর! রেশন কার্ড থাকলে বিনামূল্যে পাবেন সরকারি এই সুবিধা

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ২০১৩ এবং ২০১৪ সালে খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড পেয়েছেন এমন ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সরকার রেশন কার্ডধারীদের ৫০ লক্ষ তাজা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করার উদ্যোগ নিয়েছে। তাই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আয়ুষ্মান কার্ড তৈরি করা অত্যন্ত জরুরি।

তাই আপনিও এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়ে শীঘ্রই আপনার নিকটস্থ সাইবার ক্যাফেতে গিয়ে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে নিন। আপনি বা আপনার পরিবারের কোনও সদস্য যদি আয়ুষ্মান কার্ড তৈরি করেন, তাহলে প্রথমেই আপনার জানা দরকার কীভাবে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। একটা কথা খেয়াল রাখতে হবে, আপনার নাম যেন আয়ুষ্মান তালিকায় থাকে। তালিকায় আপনার নাম না থাকলে অবশ্যই রেশন কার্ড বা লেবার কার্ড থাকতে হবে।